প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তার চোখের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
গতকাল বুধবার টেলিফোন করে কুশল বিনিময় করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজখবর নেন তিনি। শেখ হাসিনা চোখের চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কী নিয়ে এই ফোন- জানতে চাইলে ইহসানুল করিম বলেন, কুশলাদি বিনিময়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজখবর নেন (ইমরান খান)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানান।
গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে অপারেশন করা হয়। এরপর দেশেও কয়েক দফায় চোখের ফলোআপ করান তিনি। স¤প্রতি লন্ডনে শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ভারত সফরে যাচ্ছেন। এদিকে উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। স¤প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনেও প্রতিবেশী দুই দেশ বাকযুদ্ধে জড়িয়ে পড়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন