শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আড়াইহাজারে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ১৫ হাসপাতালে গিয়ে ফের হামলা

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (না’গঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে পৃথক সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা ও বালুয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। চৈতনকান্দার ঘটনায় আহত হয়ে আহতরা হাসপাতালে ভর্তি হলে প্রতিপক্ষের লোকেরা হাসপাতালে এসে আবারো হামলা করে।
 জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্রে করে চৈতনকান্দা গ্রামের মালেক ও তার  ভাই সুবহানের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মালেক, সালেমুন, রাহিমা, সুবহান, আলেক ও হোসনেআরাসহ ১০ জন আহত হয়। আহত অবস্থায় মালেক ও তার স্ত্রী হোসনে আরা হাসপাতালে ভর্তি হলে প্রতিপক্ষ সুবহান ও তার মেয়ের জামাতা আলী হাসপাতালে এসে পুনরায় হামলা চালায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন