আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা ঃ আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ক্লিনিককে জরিমানা ও এক ক্লিনিকের মালামাল জব্দ করা হয়েছে। গতকাল (বুধবার) দুপুর দু’টার দিকে কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবর্ণা রায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরীন ও জুনিঃ ম্যাজিস্ট্রেট আবু তাহের ও মেডিকেল অফিসার ডাঃ আরিফুজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় কুল্যার মোড়ে মা সার্জিক্যাল ক্লিনিককে ১০,০০০ টাকা ও সোনার বাংলা ক্লিনিককে ৭.০০০ টাকা জরিমানা করা হয়। এবং বুধহাটা নার্সিং হোমের মালিককে না পেয়ে ওয়াড বয় মনোরঞ্জন পালকে নিয়ে ওটিতে থাকা ৩১ প্রকার যন্ত্রপাতি জব্দ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন