শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চৌদ্দগ্রামে আ’লীগ নেতাদের হামলায় ৭ পুলিশ আহত ৮৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী থ্রি-হুইলারবিরোধী বিশেষ অভিযানকালে আওয়ামী লীগ নেতাদের হামলায় আহত হয়েছেন সাত পুলিশ সদস্য। এ ঘটনায় মঙ্গলবার রাতে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেনÑমিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই এসকে নুরুজ্জামান, এএসআই আনোয়ার হোসেন, নায়েক আবুল হোসেন, কনষ্টেবল সামছুদ্দিন, জামাল উদ্দিন, কবির হোসেন ও গাড়িচালক আবদুর রহিম।
মামলা সূত্রে জানা গেছে, এএসআই এসকে নুরুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের পুলিশের একটি দল মঙ্গলবার বেলা সোয়া ১১টায় মহাসড়কের ঘোলপাশা ভূমি অফিস সংলগ্ন এলাকায় থ্রি-হুইলার বিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় একটি অনটেস্ট সিএনজি বেবিট্যাক্সি পুলিশকে দেখে দ্রুতগতিতে গ্রামের দিকে যাওয়ার সময় খাদে পড়ে যায়। এসময় সিএনজি চালক পালিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী আমানগন্ডা গ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল হক ভূঁইয়া, আবদুল কুদ্দুস, বাহেরগড়া গ্রামের মঈন উদ্দিন ও কামরুল হাসানের নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা করে। হামলায় অভিযানে থাকা সাত পুলিশই আহত হন। এঘটনায় মঙ্গলবার রাতে পুলিশের এএসআই এসকে নুরুজ্জামান বাদি হয়ে চার হামলাকারীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনের বিরুদ্ধে কর্তব্যকাজে বাধাদানের অভিযোগে মামলা দায়ের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন