বন্যার প্রবল চাপে ক্ষতিগ্রস্ত হওয়া রাজশাহী শহর রক্ষা গ্রোয়েন টি-বাঁধে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শহিদুল আলম জানান, বাঁধটি স্রোতের মুখে পড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জনসাধারণের প্রবেশে বাড়তি সমস্যা হতে পারে বলেই প্রবেশ সাময়িক বন্ধ করা হয়েছে। ইতোমধ্যেই বাঁধ রক্ষার জন্য আড়াই হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে।
এদিকে, কমতে শুরু করেছে পদ্মার পানি।
পানি উন্নয়ন বোর্ডের উপাত্ত সংগ্রহকারী এনামুল হক জানান, গতকাল সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ১৫ মিটার। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় এ বছরের সর্বোচ্চ পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ১৯ মিটার।
রাজশাহীর পবা, চারঘাট, বাঘা ও গোদাগাড়ী উপজেলার চরাঞ্চলের পানিবন্দি হয়ে থাকা মানুষ নিরাপদ স্থানে সরে গেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন