বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

নিউইয়র্কে সাংবাদিক মকসুদ আহমদের সাথে নিউইয়র্কস্থ সাংবাদিকদের মতবিনিময়

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৯, ১০:১৭ এএম

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদিতে আসা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস সিলেটের ব্যুরো চীফ,সিলেট অনলাইন প্রেসক্লাব এর সাধারন সম্পাদক,সিলেট বাঁক শ্রবণ প্রতিবন্ধী পরিষদের সভাপতি মকসুদ আহমদ মকসুদের সাথে নিউইয়র্কের অনলাইন গণমাধ্যম কর্মী ও কমিউনিটি নেতাদের সাথে মতবিনিময় সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে।গত ৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের স্টারলিং এভিনিউ তথা বাংলাবাজারের নিরব রেস্টুরেন্ট এর পার্টি হলে অনুষ্টিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সহকারি এটর্নী জেনারেল আবদুর রকিব মন্টু, ইন্জিনিয়ার আব্দুল হাঁকিম, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল এর সভাপতি বিশিষ্ট আইনজীবি কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার আর্গানাইজেশন এর সভাপতি আবদুস শহীদ, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর সাধারন সম্পাদক আহবাব চৌধুরী খোকন, ব্রংকস বাংলাদেশী এসোসিয়েশন এর সভাপতি এম মামুন ইসলাম, এসেন্সিয়াল হোম কেয়ারের ব্যবস্থাপক জালাল চৌধুরী,বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি মনজু মিয়া,সিপিএ জাকির চৌধুরী, সাইফুল ইসলাম, দৃকনিউজটোয়েনটিফোরডটকম সম্পাদক আবু সাদেক রনি প্রমুখ। সর্বপ্রথমেই ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদেরকে ফুল দিয়ে বরন করেন আয়োজকবৃনদ ।স্বাগত বক্তব্য রাখেন, গ্লোবালভিউটোয়েনটিফোরডটকমের সম্পাদক কবি মাছুম আহমদ। সাংবাদিক এমদাদ হোসেন চৌধুরী দীপুর সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাব যুক্তরাষ্ট্র সংবাদদাতা মাহফুজ আদনান এর পরিচালনায় অনুষটিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলানিউজইউএসডটকমের নির্বাহী সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন। সাংবাদিক মকসুদ আহমেদ তার বক্তব্যে বলেন, দেশ অনেক এগিয়ে গেছে, ইন্টারনেট,বিদ্যুৎ রাস্তা ঘাট সহ দেশে ব্যপক উন্নয়ন হচ্ছে। তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় বদলে গেছে সাংবাদিকতার ধরনও,মানুষের হাতে হাতে স্মার্ট ফোন থাকায় সাধারন জনগনের এখন অনলাইন সংবাদের প্রতি আগ্রহ বাড়ছে। সাধারন জনগনের কাছে পত্রিকার চেয়ে অনলাইনের সংবাদ পৌছে যাচ্ছে দ্রুত। তাই বস্তুনিষ্ট সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যের আইনজীবি এন মজুমদার বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন সংবাদে সাংবাদিকদের সচেতন হবার অনুরুধ জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন