শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

অচিরেই বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ তেঁতুলিয়ায় রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

 পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত এ রেল লাইনটির সম্প্রসারণের কাজ অচিরেই আমরা হাতে নেবো
সেই সরকার আজ ক্ষমতায় যে সরকার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এ দেশের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার রয়েছে। অচিরেই বাংলাবান্ধা পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা হবে। গতকাল রবিবার বিকালে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব সার্বজনীন দূর্গাপুজা মন্ডপ পরিদর্শনকালে রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশসহ পাঁচ দেশের সাথে ব্যবসা-বাণিজ্যের সাথে পর্যটনের ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে। এখানে তিনটি দেশের পণ্য পরিবহন করবে ভারত, নেপাল, ভুটান কানেক্টিভিটি হবে। এছাড়াও দেশের অন্যতম সমুদ্রবন্দর মংলার সাথেও কানেক্টিভিটি হবে।

উপজেলা মন্দির কমিটির সহ-সভাপতি অরুনাংশু সেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাহমুদুর রহমান ডাবলু, নির্বাহী অফিসার (ভার.) মাসুদুল হক, আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, বীরেন্দ্র নাথ বর্মন, দীপেন চন্দ্র সরকার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেন বাবলু, বিধান কুমার সামন্ত, মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক ছাত্রলীগ সভাপতি মাসুদ করিম সিদ্দিকী, জেলা ছাত্রলীগ সভাপতি আকতরুজ্জামান আক্তার,নুরুল ইসলাম লালু সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন