শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোটালীপাড়ায় দূর্বৃত্তের হাতে স্কুল ছাত্র খুন

কোটালীপাড়া(গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ৩:০৬ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দূর্গাপুজার অষ্টমীর রাতে দশম শ্রেণির স্কুল ছাত্র সৌরভ গাঙ্গুলী (১৫) দূর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছে। রবিবার রাতে উপজেলার দেবগ্রাম সার্বজনীন উমাচরণ পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ সার্বজনীন উমাচরণ পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও দেবগ্রামের বিমল গাঙ্গলীর ছেলে। স্থানীয়রা জানায় সৌরভ শান্তশিষ্ট প্রকৃতির ছিল, সে দেবগ্রাম স্কুলে লেখাপড়া করত এবং স্কুল হোস্টেলেই থাকত, রাত আনুমানিক ১০টার দিকে পাশেই দূর্গাপুজার অষ্টমীর অনুষ্ঠান চলছিল, এ সময় সে হোস্টেলেই ছিল। বিদ্যালয় সহপাঠি দূর্জয় গাঙ্গলী, ¯œাত বিশ^াস, দীপ্ত গাঙ্গলী বলেন- গতকাল রাতে সৌরভ গাঙ্গলী সহ আমরা ৫জন হোস্টেলের রুমে ছিলাম এবং মোবাইলে মুভি দেখছিলাম, তখন পাশের সিটে শুভ ঘুমাচ্ছিল, এ সময় সৌরভ গেমস খেলার জন্য আমাদেরকে বাহিরে ডাকে আমরা ছবি দেখছি বলে যেতে রাজি না হলে ও একাই বাহিরে যায় এবং ৪/৫ মিনিট পরে পেট চেপে ধরে রুমে এসে পড়ে গিয়ে বলে আমি বাচবো না তখন তার পেটে মারাত্মক আঘাতের ক্ষত দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু বলে জানায়। তার অকাল মৃত্যুতে পরিবার এবং এলাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনা তদন্তে মাঠে নেমেছে তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান বলেন- গতকাল রাতে তারা চার বন্ধু মিলে হোস্টেলের রুমে মুভি দেখতেছিল ৪/৫ মিনিট পরে সৌরভ এসে বলে আমি বাচবো না, পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুবরণ করে, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
তিমন দে ৮ অক্টোবর, ২০১৯, ৩:৩৬ পিএম says : 0
খু্বই দুঃখজনক।এর সঠিক বিচার চাই!
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন