শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মির্জাপুরে অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু অপরজন অসুস্থ

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:৩৯ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত মদ্যপানে শ্যামপদ পাল (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু ও অপর একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শ্যামপদ পাল মির্জাপুর পৌর এলাকার পোষ্টকামুরী পালপাড়ার গোপাল পালের ছেলে। শুক্রবার সকালে কুমুদিনী হাসপাতালে শ্যামপদ পালের মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, দশমীর রাতে তারা অতিরিক্ত মদ্যপান করে। এতে অসুস্থ হয়ে পড়লে বুধবার তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকালে শ্যামপদ পালের মৃত্যু হয়। এছাড়া একই গ্রামের হিরেন পালের ছেলে মন্তোষ পালকে (৩০) হাসাতালের (আইসিও) নিবির পর্যবেক্ষন কেন্দ্রে রাখা হয়েছে বলে জানা গেছে।
কুমুদিনী হাসপাতালের নিবির পর্যবেক্ষন কেন্দ্রর দায়িত্বরত চিকিৎসক ডা. দীপঙ্কর ঘটনার সত্যতার স্বীকার করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন