শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মির্জাপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১:১৯ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙা বাজার তাজুল উলুম কওমী মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসানের বাড়ি রংপুর জেলায়।
জানা গেছে, সকালে মেহেদী হাসানসহ কয়েকজন ছাত্র ওই মাদরাসা সংলগ্ন মসজিদের সামনে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলার সময় ব্যাডমিন্টনের ফুল মসজিদের চালে আটকে পড়ে। মেহেদী ফুল আনতে মসজিদের চালে উঠলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাদরাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হায়দারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) হাবিব জানান, আইনী পক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন