স্টাফ রিপোর্টার : ভারতীয় ভিসার জন্য ই-টোকেনের বাণিজ্যকারীদের গ্রেফতারের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এজন্য হাইকমিশনের পক্ষ থেকে এ অপকর্মের সঙ্গে জড়িত দালালদের তালিকাসহ একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। হাইকমিশন-এ অনুরোধের পাশাপাশি এ বাণিজ্যের দালালদের একটি তালিকা দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে ভারতীয় ভিসা পেতে তাদের দেশের কোনো এজেন্ট বাংলাদেশে নেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন