কক্সবাজার অফিস : কক্সবাজারের টেকনাফে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের একটি ইয়াবার চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার ভোর রাত পৌনে ৫টার দিকে টেকনাফ উপজেলার মুন্ডার ডেইল সি বিচ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে মুন্ডার ডেইল সি বিচ এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন