কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকগণ কর্মবিরতি পালন করেছে।ক্লাস বর্জন করে শিক্ষকদের কর্মবিরতির কারণে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে কোন ক্লাস হয়নি। ছাত্র-ছাত্রীদের তখন এলোমেলো ঘুরাফেরা করতে দেখা গেছে।
১৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্যপরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এই কর্মবিরতির পালন করা হচ্ছে বলে শিক্ষক নেতৃবৃন্দ জানান।
জানা যায়, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি আদায় না হলে আগামীকাল বুধবার অর্ধ দিবস, বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। তাতেও দাবি আদায় না হলে ২৩ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে পরবর্তী লাগাতার কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফুলপুর উপজেলা শাখার সভাপতি দিউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম জানান, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন