শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আবার শুরু হচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা পাবলিক পার্লামেন্ট

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে আবারও শুরু হতে যাচ্ছে সংসদীয় পদ্ধতির জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘পাবলিক পার্লামেন্ট’। ইতিমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছুক বিশ্ববিদ্যালয়সমূহের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক বাছাই শেষ হয়েছে। প্রাথমিক বাছাই থেকে দেশের সেরা ১৬টি বিশ্ববিদ্যালয়কে পরবর্তী ধাপের জন্য নির্বাচন করা হয়েছে। আগামী জুলাই মাস থেকে এটিএন বাংলায় সাপ্তাহিক ভিত্তিতে প্রতি শুক্রবার এই প্রতিযোগিতা প্রচারিত হবে। ডিবেট ফর ডেমোক্রেসি এই প্রতিযোগিতার আয়োজক। ১৯৯৮ সাল থেকে এটিএন বাংলায় ডিবেট ফর ডেমোক্রেসি ধারাবাহিকভাবে প্রতি বছর বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে আসছে।
প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও অনুষ্ঠানের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, বৈশ্বয়িক প্রতিযোগিতায় আগামীর বাংলাদেশ তরুণ সমাজ কীভাবে দেখতে চায়, তরুণ সমাজের চিন্তা-ভাবনা কী, রাষ্ট্রের জবাবদিহিতা, সরকারের দায়বদ্ধতা, গণতন্ত্রের ভবিষ্যৎ, ভোটের অধিকার, ন্যায্যতা ও ন্যায় বিচার, জঙ্গিবাদ, সুশাসনসহ  সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে এই প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হবে। প্রতিযোগিতা অনুষ্ঠানে রাজনীতিবিদ, গবেষক-শিক্ষাবিদ, তরুণ নেতৃত্ব, গণমাধ্যম ব্যক্তিত্বরা বিভিন্ন সেশনে বিষয় বিশেষজ্ঞ হিসেবে বিতার্কিকদের বক্তব্যের আলোকে তাদের মতামত তুলে ধরবেন। প্রতিযোগিতা অনুষ্ঠানের যে কোনো তথ্যের জন্য পরিচালক, পাবলিক পার্লামেন্ট, এটিএন বাংলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ওয়াসা ভবন (২য় তলা), কাওরান বাজার, ঢাকা- ইমেইল: debatefordemocracybd@gmail.com  এই ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার-আপসহ তৃতীয় স্থান অধিকারী বিতর্ক দলকে যথাক্রমে এক লক্ষ, পঞ্চাশ হাজার ও পঁচিশ হাজার নগদ অর্থসহ ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন