স্টাফ রিপোর্টার : রাজধানীর হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১৪ কেজি সোনাসহ দুই সহোদর যাত্রীকে আটক করেছে ঢাকা শুল্ক বিভাগ। তারা কোমরে বাঁধা বিশেষ বেল্টের মধ্যে এসব সোনার বার ও অলংকার লুকিয়ে এনেছিলেন। আটককৃতরা হলেন, মামুন খান (৩৯) ও মুরাদ খান (৩০)। গতকাল শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার পর ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল তাদের আটক করে।
প্রিভেনটিভ দলের প্রধান ও ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, মামুন ও মুরাদ টাইগার এয়ারের টিজি ৩২১ নম্বর ফ্লাইটে করে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন। গোপনসূত্রে খবর পেয়ে এই দুই যাত্রীকে তল্লাশি করা হয়। তারা কোমরে বিশেষ একটি বেল্টের মধ্যে সোনার বার ও অলংকার লুকিয়ে রেখেছিলেন। এগুলোর ওজন ১৪ কেজি ৩৩০ গ্রাম। রেজাউল করিম জানান, উদ্ধার হওয়া সোনার মধ্যে ৪ কেজি ৬০০ গ্রাম বার ও সাড়ে নয় কেজির বেশি সোনার গয়না রয়েছে। একটি সোনার বারের ওজন এক কেজি। এ ছাড়া ১০০ গ্রাম ওজনের ৩৮টি বার রয়েছে। এ ঘটনায় বিমান বন্দর থানায় মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন