চট্টগ্রাম ব্যুরো : মিথ্যা ঘোষণায় আমদানিকৃত বিপুল পরিমাণ এলইডি টিউব লাইট ও টিভি কার্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। গতকাল (শুক্রবার) খালাসের সময় তিনটি কাভার্ড ভ্যানসহ মালামালগুলো জব্দ করা হয় বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম বিশ্বাস।
তিনি জানান, দেলোয়ার এন্টারপ্রাইজ নামে ঢাকার একটি প্রতিষ্ঠান এলইডি লাইটের পার্টস আমদানির ঘোষণা দিয়ে উন্নতমানের বিভিন্ন ধরনের এলইডি লাইট ও টিভি কার্ডগুলো আমদানি করেছে।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তা উত্তম আরও বলেন, ৩৭ দশমিক ৭ শতাংশ শুল্ক দিয়ে প্রতিষ্ঠানটি এলইডি পার্টস আমদানির ঘোষণা দেয়। কিন্তু আমদানিকৃত মালামালের শুল্কের পরিমাণ দাঁড়ায় ১২৯ দশমিক ৫৮ শতাংশ। বন্দর থেকে খালাসের সময় গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পাঁচ নম্বর গেইট থেকে তিনটি কাভার্ড ভ্যানসহ মালামালগুলো উদ্ধার করা হয় বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন