স্টাফ রিপোর্টার : গাবতলী হাট ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায় ও মজিবর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে আগামীকাল রোববার ঢাকায় গোশত ব্যবসায়ীরা ধর্মঘট পালন করবে। গতকাল (শুক্রবার) বিকালে বাংলাদেশ গোশত ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইনকিলাবকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ গোশত ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন গোশত ব্যবসায়ী সমিতির ডাকে এ ধর্মঘট পালিত হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে রবিউল আলম আরও জানান, গাবতলী হাট ইজারাদের অতিরিক্ত খাজনা আদায় ও মজিবর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমাদের এ সিয়াম সাধনার মাস রমজানে অনেকটা বাধ্য হয়ে এ কর্মসূচির ডাক দিতে হয়েছে।
তিনি জানান, প্রতিবাদসরূপ এদিন রাজধানীতে কোন ব্যবসায়ী গোশত বিক্রি করবে না। দাবি আদায় না হলে রমজানের পর আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও তিনি জানান।
গোশত ব্যবসায়ীদের এই নেতা, রমজানে ধর্মঘট ডাকায় জনভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন