স্টাফ রিপোর্টার : প্রায় তিন হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল করেছে রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও বস্ত্র-পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। সবুজবাগ থানার উল্টোদিকে উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রায় তিন হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন বলে জানান সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাস। তিনি আরও জানান, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এমআই দাখিল মাদ্রাসার সুপারিটেন্ডেন্ট আলহাজ মাও. ওয়ালি উল্লাহ হেলালী।
এছাড়া এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা এএসএম আ. হক, আলমগীর চৌধুরী, শরিফ আলী খান, থানা আওয়ামী লীগ সভাপতি আশরাফুজ্জামান ফরিদ, শামীম আল মামুন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন