শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীতে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদের সামনে প্রকাশ্যে লিফলেট বিতরণ করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা। সংগঠনের ১০/১২ জন সদস্য মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় ১০/১২ জন যুবক প্রধান ফটকে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করে। কিছুক্ষণের মধ্যেই লিফলেট বিলি করে তারা দ্রæত ওই এলাকা ছেড়ে চলে যায়। লিফলেট পড়ে মুসল্লিরা বিষয়টি টের পান। এর আগে গত জুমায় (১০ জুন) মহানগরীর উপশহর কেন্দ্রীয় জামে মসজিদেও একই কৌশলে তারা তাদের লিফলেট বিলি করে। পরে এ নিয়ে প্রশাসনের লোকজনের মধ্যে তোলপাড় শুরু হয়। পুলিশ মুখপাত্র জানায়, গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের অগোচরে তারা কৌশলে লিফলেট বিলি করে পালিয়ে যাচ্ছে।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন