শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভুয়া ওয়ারেন্টে এক কৃষকের ১৮ দিন কারাবাস

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : ভূয়া গ্রেফতারী পরোয়ানায় ১৮ দিন কারাবাসের পরে মূক্তি মিলেছে বরিশালের মুলাদী উপজেলার কৃষক মো. হাকিম রাঢ়ী’র। গত ২৭ মে মুলাদী পুলিশ উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের হযরত আলী রাঢ়ীর ছেলে কৃষক মো. হাকিম রাঢ়ীকে গ্রেফতার করে । হাকিমের বিরুদ্ধে নারী নির্যাতন মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল বলে মুলাদী পুলিশ জানায়। কিন্তু আদালতের পর্যবেক্ষণে ওই পরোয়ানার কোন হদিস পাওয়া না যাওয়ায় ১৮দিন পরে জামিনে মুক্তি পান হাকিম। হাকিমের আইনজীবী তরিকুল ইসলাম দিপু জানান, গ্রেফতারের পরে ৯ জুন আদালতের কাছে নথি তলবের আবেদন জানান হয়। আদালত নথি চাইলেও থানা থেকে কোন ধরনের মামলার কাগজপত্র আদালতে পাঠাতে পারেনি। আইনজীবী তরিকুল ইসলাম দিপু জানান, কথিত অভিযুক্ত হাকিমের বিরুদ্ধে কোন মামলা ছিল না। ভূয়া ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয়। আদালত বিষয়টি যাচাই বাছাই করে হাকিমকে জামিন দিয়েছেন। ওয়ারেন্ট ভুক্ত আসামি হিসেবে মুলাদী থানা পুলিশ হাকিমকে আদালতে সোপর্দ করেছিল। এ ব্যাপারে মুলাদী থানার ওসি মতিউর রহমান সাংবাদিকদের জানান, তারা ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করেন না। পরোয়ানা থাকায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। ওয়ারেন্ট ভূয়া হয়ে থাকলে তা আদালতের বিষয়।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন