বাঁশখালী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে এক যুবকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত করিম উদ্দিন (২৪) কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রামের পুতুল আলীর ছেলে।
আজ শনিবার সকাল ১০টার দিকে পুলিশ একটি চায়ের দোকানে থাকা যুবকদের লক্ষ্য করে ‘অতর্কিতে গুলি চালালে’ করিম আহত হন বলে স্থানীয়দের অভিযোগ।
আহত করিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
তবে পুলিশের দাবি, ওই যুবকরা ‘জুয়া খেলছিল’। চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি কামরুল ইসলাম জানান, ডাকাত দলের কয়েকজন সদস্য পূর্ব পালেগ্রামে আছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। গুলিতে একজন আহত হওয়ার কথা স্বীকার করে পুলিশের এ কর্মকর্তা বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। গুলি করার মতো পরিস্থিতি কেন হল, তা খতিয়ে দেখছি।”
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বলেন, গুলি চালানোর পর হাসপাতালে নেওয়ার পথে আহত করিম উদ্দিনের হাতে রামদাস হাট পুলিশ ফাঁড়ির এসআই খলিলুর রহমান হাতকড়া পরিয়ে দেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার হাতকড়া খুলে নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চেয়ে এসআই খলিলুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন