শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনে বিশ্বের সবচেয়ে বড় মশার সন্ধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ২:০৯ পিএম

বিশ্বের সবচেয়ে বড় মশার সন্ধান মিলেছে চীনে। দেশটির সিচুয়ার প্রদেশে ওই মশার সন্ধান পায় গবেষকরা। বিশ্বের সবচেয়ে বড় এই মশার প্রতিটি পাখার দৈর্ঘ্য ১১ দশমিক ১৫ সে.মি.।
ওই আবিষ্কারের পর পশ্চিম চীনের পতঙ্গ মিউজিয়ামের প্রধান জাও লি বলেন, এটি বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির মশা। এটা হলোরুশিয়া মিকাডো প্রজাতির। তিনি বলেন, একটি মাঠে ভ্রমণের সময় মশাটিকে অবিষ্কার করা হয়। এরপর মশাটিকে পতঙ্গ জাদুঘরে নিয়ে আসা হয়।
জাও লি আরও বলেন, এই প্রজাতির মশা রক্ত খায় না। তারা খুব কম দিন বেঁচে থাকে। মূলত ফুলের রস হলো এদের মূল খাবার। এছাড়া পানি খেয়েও ওরা জীবনধারণ করে থাকে। বিশ্বে হাজার হাজার প্রজাতির মশা রয়েছে। এদের মধ্যে মাত্র ১০০ প্রজাতির মশা রক্ত পান করে জীবন ধারণ করে।
উল্লেখ্য, ১৮৭৬ সালে জাপানে জন ওবাদিয়া এই হলোরুশিয়া মিকাডো প্রজাতির মশা প্রথম আবিষ্কার করেন। ওই মশার পাখার দৈর্ঘ্য সাধারণত ৮ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন