জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার চান তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশের ভেটো ক্ষমতা আছে। আর এতেই আপত্তি এরদোগানের। এই সংস্কারের কথা উল্লেখ করে বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এজন্য নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে।’
তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্থায়ী পাঁচ সদস্যের ইচ্ছার ওপর ভিত্তি করেই চলে। কিন্তু এই অবস্থার পরিবর্তন চান এরদোগান। তিনি চান, দ্রুত নিরাপত্তা পরিষদের সংস্কার হোক। বৃহস্পতিবার জাতিসংঘের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গেছে। বিশেষ এই দিন উপলক্ষ্যে এক বার্তায় এরদোগান বলেন, বর্তমান সময়ের প্রয়োজনীয়তা পূরণে জাতিসংঘের আরও বেশি নিরপেক্ষ, কার্যকরী, স্বচ্ছ এবং দক্ষ হওয়া উচিৎ। এরদোগান আরও বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি সদস্য দেশের ইচ্ছার ওপর ভিত্তি করেই কাজ করে জাতিসংঘ। বর্তমানে এর সংস্কার জরুরি। আগে এটা শুধু প্রয়োজন ছিল, কিন্তু এখন এটা জরুরি হয়ে পড়েছে। প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন