বেনাপোল এক্সপ্রেস ট্রেনেরে বগি লাইনচ্যুত হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা । গত বৃহষ্পতিবার ট্রেনটি বেনাপোল থেকে ছেড়ে এসে বিকালে পাবনার ঈশ্বরদী স্টেশনের কাছে পৌঁছালে ঐ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। আতঙ্কে যাত্রীরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হন। ঈশ্বরদী রেল পথে রাজধানীসহ অন্যান্য জেলার সাথে রেল যোগাযোগ প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকে। উদ্ধারকারী ট্রেন এবং রেলের বিশেষজ্ঞ দল আসার পর লাইনচ্যুত বগিটিকে বেনাপোল ট্রেন থেকে কেটে সরিয়ে নেওয়া হলে প্রায় ৩ ঘন্টা পরে রাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ এই ঘটনা তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, উদ্ধারকারী ট্রেন এবং রেলওয়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগিটিকে বেনাপোল এক্সপ্রেস থেকে বাদ দিয়ে ঐ বগির যাত্রীদের অন্য বগিতে তুলে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন