স্টাফ রিপোর্টার : অপহরণের ছয়দিন পর আবু তাহের নামে এক যুবককে জীবিত উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। গতকাল শনিবার ভোরে তাকে মুন্সিগঞ্জ সদর উপজেলা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারী মনোয়ার হোসেন লিটনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত ১২ জুন দুপুর ২টায় বাংলা মোটরের সোনারতরী টাওয়ারের সামনে থেকে আবু তাহেরকে অপহরণ করে কয়েকজন দুর্বৃত্ত। এরপর অপহরণকারীরা তাহেরকে মুন্সিগঞ্জ সদর উপজেলায় আটকে রেখে পরিবারের কাছে চাঁদা দাবি করে। এ ঘটনায় তাহেরের বড় ভাই শামসুল হক শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন