পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মৎস্য অফিস রোববার দুপুরে বিভিন্ন খালে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৫ হাজার মিটার অবৈধ বাঁধা ও চর গড়া জাল এবং মাছ ধরার কাজে ব্যবহৃত ১টি নৌকা জব্দ করে। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সরোয়ারর্দীর নেতৃত্বে থানা পুলিশ আমুয়া-মিরুখালী খাল এবং মিরুখালী-মঠবাড়িয়া খালে অভিযান চালিয়ে মাছ ধরার সময় জাল ও নৌকা জব্দ করে। এ সময়ে জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং নৌকাটি ধ্বংশ করা হয়।
এ সময় উপজেলা মৎস্য অফিসের মাঠ সহকারি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন