সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সেনবাগে মানববন্ধন ও বিক্ষোভ

নোয়াখালী ব্যুরো ও সেনবাগ উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম | আপডেট : ৯:১৫ এএম, ২৮ অক্টোবর, ২০১৯


সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুরে দুই আত্মীয় পরিবারের মধ্যে মারামারির ঘটনায় বৃদ্ধা ফাতেমা বেগম (৭০) হত্যাকা-ে জড়িত আসামিদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ক্ষুব্দ এলাকাবাসি। গতকাল (রবিবার) সকাল ১০টার দিকে সেনবাগ পৌর শহরের থানা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধন করতে প্রশাসনের অনুমতি না থাকার অজুহাতে পুলিশ মানববন্ধনে বাধা দেয়। পরে ক্ষুব্দ এলাকাবাসি পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।

সেনবাগ থানার ওসি মিজানুর রহমান মানববনন্ধনে বাধা দেয়ার কথা অস্বীকার করে বলেন, শুনেছি সকালে পৌর শহরে কিছু লোক মানববন্ধন করেছে। কি কারনে এ মানববন্ধন করা হয়েছে, তার যৌক্তিক কারণ আমি দেখছি না। কারণ ঘটনার পর পরই নিহত ফাতেমার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা এজাহারভুক্ত আসামি। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন