শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১:২০ পিএম

গাজীপুরের শ্রীপুরের বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছে এক কারখানার শ্রমিকরা।

আজ বুধবার সকালে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘দি ওয়েলটেক্স গ্রুপের আদিব ডাইং’ কারখানার শ্রমিকরা।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করা হচ্ছে।
সকালে কারখানার পাঁচস্রতাধিক শ্রমিক তাদের কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে উপজেলার মুলাইদ এলাকা থেকে মিছিল নিয়ে মাওনা চৌরাস্তা ঘুরে চার কিলোমিটার পদক্ষিণ করে কারখানার সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশ থেকে দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধ করে কারখানার খুলে দেওয়ার দাবি জানানো হয়।

ওই কারখানার শ্রমিক রাতুল, সোহেল, আনিছ ও মান্নান জানান, অগাস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতনও ওভার টাইমের টাকা বকেয়া আছে তাদের।
রাতুল বলেন, বকেয়া বেতন ভাতার দাবিতে গত কয়েক মাস ধরে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের কথায় কোন কর্ণপাত করছে না।
“উল্টা অক্টোবরে কোন প্রকার নোটিশ ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করেছে।
“এতে কারখানার কয়েক হাজার শ্রমিক বিপাকে পড়ে যায়।”

মান্নান বলেন, “আমাদের তিন মাস, কারো চার মাসের বাড়ি ভাড়া বকেয়া আছে। দোকানে বাকিও আছে।
“কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন না দিলে আমরা বাড়ি ও দোকান বাকি পরিশোধ না করতে পারব না।”
সোহেল জানান, এসব বকেয়া শোধ না করে অন্য এলাকায় গিয়ে নতুন কারখানায় তাদের চাকরি নেওয়াও সম্ভব না।
সমাবেশে শ্রমিকেরা ঘোষণা করে, ‘যতক্ষণ বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেয়া না হবে ততক্ষণ আন্দোলন চলবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন