শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

হেলমেট ছাড়া বাইক চালালে জরিমানা ১০ হাজার টাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ১১:৩৮ এএম

হেলমেট ছাড়া বাইক চালালে ১০ হাজার টাকা জরিমানার বিধান রেখে আজ শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হচ্ছে আলোচিত সড়ক পরিহন আইন-২০১৮। নতুন আইনে বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডিত করা হবে। এর আগে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ছিল চার মাসের কারাদণ্ড বা ৫০০ টাকা অর্থদণ্ড।

এছাড়াও, কর্তৃপক্ষ ছাড়া কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সমিতি ড্রাইভিং লাইসেন্স তৈরি, প্রদান ও নবায়ন করলে শাস্তি অনধিক দুই বছর। এছাড়া নিবন্ধন ছাড়া গাড়ি চালালে অনধিক ছয় মাসের জেল বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

নতুন আইন মতে, ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদ পেরোনো ফিটনেস সনদ ব্যবহার করে ইকোনমিক লাইফ অতিক্রান্ত বা ফিটনেসের অনুপযোগী, ঝুঁকিপুর্ণ গাড়ি চালালে ছয় মাসের জেল বা অনধিক ২৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এছাড়া আরও বেশ কয়েকটি ক্ষেত্রে আগের তুলনায় শাস্তি বাড়ানো হয়েছে।

সড়ক পরিবহনের নতুন আইনে শাস্তি-জরিমানাগুলো হলো-
১. অবহেলায় গাড়ি চালানোতে গুরুতর আহত বা প্রাণহানিতে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড।
২. উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড প্রমাণ হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।
৩. লেন ভঙ্গ ও হেলমেট ব্যবহার না করায় অনধিক ১০ হাজার টাকা জরিমানা।
৪. ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোয় ছয় মাসের জেল ও ২৫ হাজার টাকা বা উভয় দণ্ড ।
৫. নিবন্ধন ছাড়া গাড়ি চালানোয় ছয় মাসের জেল বা ৫০ হাজার টাকা বা উভয় দণ্ড।
৬. ফিটনেসবিহীন গাড়ি চালানোয় ছয় মাসের জেল বা ২৫ হাজার টাকা বা উভয় দন্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
সৈয়দ নোমান ১ নভেম্বর, ২০১৯, ১:০৬ পিএম says : 0
এইখানে, যানবাহনের শ্রেনী ভিন্ন করে কি বলা হয়েছে,? আর, আমাদের এই দেশের প্রেক্ষাপটে এই আইন জনগনের (যাহারা পরিবহনের মালিক) ভোগান্তির নতুন আরও একধাপ সোনালী যুগে প্রবেশ করলো বলে আমার মনে হয়। আইন টা ঠিকই ছিলো, কিন্তু দুরনীতি যুক্ত প্রশাসনের দেশে একেবারেই বেমানান।
Total Reply(0)
সৈয়দ নোমান ১ নভেম্বর, ২০১৯, ১:০৬ পিএম says : 0
এইখানে, যানবাহনের শ্রেনী ভিন্ন করে কি বলা হয়েছে,? আর, আমাদের এই দেশের প্রেক্ষাপটে এই আইন জনগনের (যাহারা পরিবহনের মালিক) ভোগান্তির নতুন আরও একধাপ সোনালী যুগে প্রবেশ করলো বলে আমার মনে হয়। আইন টা ঠিকই ছিলো, কিন্তু দুরনীতি যুক্ত প্রশাসনের দেশে একেবারেই বেমানান।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন