সেনবাগে হেলমেট ছাড়া তেল মিলছে না মোটরসাইকেল চালকদের। জেলা ট্রাফিক পুলিশের নির্দেশনা ও সেনবাগ থানা পুলিশের কঠোর নজরধারীর কারণে সেনবাগে দুইটি ফিলিং স্টেশনের মালিকরা হেলমেট নেই তো তেল নেই কর্মসূচিকে বাস্তবায়ন করছে। তবে, ফিলিং স্টেশন দুইটি কঠোর অবস্থানে থাকলেও গ্রামঞ্চলে খোলা বোতল ভর্তি তেল পেট্রল, অকটেন বিক্রি হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন