পিরোজপুর জেলা সংবাদদাতা : জেলার সদর উপজেলার একটি ধানক্ষেতে মিলেছে নিখোঁজ বিএনপি নেতা নজরুল ইসলামের (৪৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বাঘমারা গ্রামের একটি ধানক্ষেত থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল ইসলাম সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা। তিনি সিকদার মল্লিক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
সিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চান জানান, এক সপ্তাহ আগে নজরুল ইসলাম নিখোঁজ হন। তার মুঠোফোনটিও বন্ধ ছিল। শনিবার রাতে স্থানীয় লোকজন ধানক্ষেতে পচা গন্ধ পেয়ে খড়ের মধ্যে তার লাশ খুঁজে পায়।খবর পেয়ে নিহতের স্বজনরা নজরুলের লাশ শনাক্ত করে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন