মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

সত্যায়ন কি আদৌ সত্যতার নির্ধারক

| প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আমাদের দেশে প্রশাসনিক কাজের ক্ষেত্রে একাডেমিক ডকুমেন্টগুলোতে অনেক সময় বিভিন্ন গেজেটেড কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তিবিশেষের সত্যায়ন প্রয়োজন হয়। বাস্তবে এই সত্যায়ন প্রথা কতটা সত্য প্রমাণে কার্যকর? কেননা, কাজের প্রয়োজনে এই সত্যায়ন সবসময় গেজেটেড কর্মকর্তা বা বিশেষ ব্যক্তির থেকে না নিয়ে নিজেই ওই ব্যক্তির স্বাক্ষর-সিল নকল করে কাজ চালিয়ে দেওয়ার উদাহরণ ভূরি ভূরি। যখন এই সত্যায়নের সত্যতা কখনও যাচাই করে দেখার নিয়মই নেই, তখন মানুষ কেন সময় নষ্ট করতে যাবে? এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ফরহাদ আলী
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন