বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে আজ সোমবার দুপুরে ২০ হাজার মার্কিন ডলার ও ২ হাজার ২৪০ ভারতীয় রুপি এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
আটক হুন্ডি ব্যবসায়ী নারায়ন চন্দ্র (৩৬) মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার বরইহাজি গ্রামের বিজয় চন্দ্রের ছেলে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল সেলিম রেজা জানান, ভারত থেকে বিপুল পরিমান ডলার পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে নারায়ন চন্দ্র কে আটক করা হয় পরে তার দেহ তল্লাশী চালিয়ে ২০ হাজার মার্কিন ডলার ও ২ হাজার ২৪০ ভারতীয় রুপী জব্দ করা হয়।
আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন