শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

পরিবর্তন আসছে আইফোন আনলকে

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

প্রেস হোম টু ওপেন বাটন প্রবর্তনের মাধ্যমে স্লাইড টু আনলক বাটন বিলুপ্ত করা হয়েছে। সেক্ষেত্রে হোম বাটন প্রেস করে আপনাকে পাসকোড দিতে হবে। এই মৌসুমে আইওএস ১০ আপডেট করার পর আইফোনের চিরায়ত স্লাইড টু আনলক বাটনের অনুপস্থিতি টের পাবেন আপনি। আইফোন লক স্ক্রিনের আগের প্রক্রিয়া বদলে নতুন দুটি সুইপ সঙ্কেত যুক্ত করেছে আইফোন। লক স্ক্রিন থেকে আংগুল ডানদিকে সরালে আইফোনের ক্যামেরা অপশন পাবেন আপনি। আবার লক স্ক্রিন থেকে বাম পাশে আংগুল সরালে বিভিন্ন ধরণের কাস্টোমাইজ উইজেট পাবেন আপনি। উইজেটে আপনার প্রিয় অ্যাপগুলোরই মিনি সংস্করণ থাকে। প্রেস হোম টু ওপেন বাটন প্রবর্তনের মাধ্যমে স্লাইড টু আনলক বাটন বিলুপ্ত করা হয়েছে। সেক্ষেত্রে হোম বাটন প্রেস করে আপনাকে পাসকোড দিতে হবে। টাচ আইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ আপনার কাছে যদি কোন আইফোন থাকে, তাহলে ঐ ডিভাইসটিও একই প্রক্রিয়ায় আনলক হবে। ম্যাক রিউমার্সের ভিডিও থেকে আইওএস ১০-এর পরিবর্তনগুলো দেখে নিতে পারেন আপনি।
স শিবলু

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন