শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধি ঠেকাতে রামগড়ে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন

রামগড় (খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ১:৪৩ পিএম

রামগড়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসন এর ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার রাতে রামগড় পৌরসভাধীন সোনাইপুল বাজারে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সরওয়ার উদ্দিনসহ অফিস সহায়ক পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরওয়ার উদ্দিন এপ্রতিনিধিকে জানান, অতিরিক্ত লাভের আশায় পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদশর্ন না করায় মেসার্স শরিফ স্টোরকে ৩ হাজার, মেসার্স আমগীর ষ্টোরকে ৪ হাজার এবং মেসার্স জসিম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, পাইকারী পর্যায়ে কেউ জোর করে অধিক দাম চাপিয়ে দিলে খুচরা ব্যবসায়ীদেরকে উপজেলা প্রশাসন এর নিকট অভিযোগ জানাতে বলা হয়েছেঅ তাছাড়া খুচরা পর্যায়ে কেজি প্রতি ৫-৭ টাকার বেশি লাভ না করতে নির্দেশনা দেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন