শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিদ্ধিরগঞ্জে শ্রমিকের লাশ গুমের খবরে সিমেন্ট কারখানায় ভাঙচুর

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোটার : ক্রেন বেল্ট অপারেটর বিল্লাল হোসেনকে (৩৮) হত্যার পরে গুম করার উদ্দেশ্যে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়েছে-এমন খবর ছড়িয়ে পড়ায় সেভেন হর্স সিমেন্ট কারখানায় ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ রোববার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার আইলপাড়ায় শীতলক্ষ্যা নদীর তীর থেকে পুলিশ বিল্লাল হোসেনের লাশ উদ্ধার করে।
এরপরই বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে উত্তেজিত শ্রমিকেরা যোগ দিয়ে সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায় সেভেন হর্স সিমেন্ট কারখানার ৬-৭টি গাড়ি ও অফিস কক্ষ ভাঙচুর করে। বিল্লাল হোসেন আইলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
তার পরিবারের সদস্যরা জানায়, শনিবার রাত থেকে বিল্লাল নিখোঁজ ছিলেন।
এ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানান, নিহত শ্রমিকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিল্লালকে হত্যা করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকেরা কারখানার ৬-৭টি গাড়ি ও অফিস কক্ষ ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানান ওসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন