বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

প্যারোলে মুক্তি সর্বোচ্চ ১২ ঘণ্টার জন্য

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এখন থেকে কারাগারে থাকা বন্দি অনুমতি-সাপেক্ষে সর্বোচ্চ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাবেন। এর চেয়ে বেশি সময়ের জন্য মুক্তি দেয়া যাবে না। প্যারোলে মুক্তি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা নতুন নীতিমালায় এ কথা বলা হয়েছে। নতুন নীতিমালায় কী কারণে বন্দি প্যারোলে মুক্তি পাবেন, সে সম্পর্কেও কিছু পরিবর্তন আনা হয়েছে। বন্দির মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যুর কারণে প্যারোলে মুক্তি পাবেন। আগে রক্তের সম্পর্কের অন্য আত্মীয়দের জন্য কারাগারের বন্দিরা প্যারোলে মুক্তি পেতে পারতেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন