দিনাজপুরে নবনির্মিত একটি চালকলে বয়লার বিস্ফোরনে এক শ্রমিক আহত হয়েছে। তাকে গুরুত্বর অবস্থায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১ টার দিকে দিনাজপর সদর উপজেলার কসবা এলাকায় নবনির্মিত ইস্পাহানি এগ্রো লিমিটেড নামে একটি চালকলে এই দূর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকের নাম আলমগীর হোসেন (২৮)। তিনি সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ওই চালকলের ফোরম্যান হিসেবে কাজ করছিলেন।
হাসপাতালের অপারেশন বিভাগের ইনচার্জ নাজমা বেগম বলেছেন, ওই রোগীর শরীরের ৪০ শতাংশ ঝলসে গেছে এবং একটি পা ভেঙ্গে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে নবনির্মিত ওই চালকলটির বয়লার পরীক্ষামূলকভাবে পরিচালনা করছিল আলমগীর। এ সময় বয়লারটি বিস্ফোরিত হয়ে তার শরীরের উপরে পড়ে। এতে করে বয়লারে থাকা গরম পানিতে তার শরীরের কিছু অংশ ঝলসে যায় এবং চাপা পড়ে পা ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, নির্মাণত্রুটির কারনেরই এই দুর্ঘটনা ঘটেছে। (ঊুব ডরঃহবংং ডড়ৎশবৎ ঠড়ীঢ়ড়ঢ়-০১)
এদিকে ইস্পাহানী এগ্রো লিমিটেডের অপারেশনাল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান এই অভিযোগ অস্বীকার করে বলেন, পরীক্ষামুলকভাবে চালানোর সময় এই দুর্ঘটনা ঘটেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন