শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীতে তাবলীগ জামাতের ৯ সাথী ভাইকে অচেতন করে মালামাল লুট

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ৫:০৬ পিএম

কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নে তাবলীগ জামাতে আসা ৯জন সাথী ভাইকে অচেতন করে মালামাল লুট করার অভিযোগ উঠেছে রুবেল নামের এক সদস্যের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে অসুস্থদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত রুবেলের বাড়ী ময়মনসিংহ জেলায়। সে দিল্লী জামাতের সা’দ গ্রুপের বলে অনুসারী বলে জানা গেছে।
ভুক্তভোগীরা জানান, গত বুধবার ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলীগ জামাতের ১৪সদস্যের একটি দল কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাট বাজার জামে মসজিদে আসেন। অন্যদিনের মত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে এরা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের ধারণা ডালের সাথে রুবেল তাদেরকে নেশাদ্রব্য মিশিয়ে দিয়েছিল। তাই খাওয়ার পর ঘুমের মধ্যে ৯জন অচেতন হয়ে পড়েন। বৃহস্পতিবার ফজর নামাজ পড়ার জন্য তাদের ডাকা হলেও তারা অচেতন থাকায় বাকী সদস্যদের সন্দেহ হয় এবং রুবেল পলাতক ছিলো।
তাদের অভিযোগ, রুবেল সবার ব্যাগ থেকে নগদ টাকা, মোবাইল ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। উল্লেখ্য, তাবলীগ জামাতে সা’দ গ্রুপ ও যোবায়ের গ্রুপের বিরোধ চলছে। রুমেল সা’দ গ্রুপের অলে অভিযোগ করেছে অসুস্থরা।
কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন