ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে,রাইফুল ইসলাম রুহিন ও জান্নাতি খাতুন নামে ৫ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাথাওড়া চেয়ারম্যান পাড়ায় এই ঘটনা ঘটে। দুটি শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নদীতে ডুবে মৃত্যুবরণকারী শিশু রাইফুল ইসলাম রুহিন দৌলতপুর কাথাওড়া পাড়ার তৈমুর রহমানের ছেলে ও জান্নাতি খাতুন কুশলপুর গ্রামের আজিম হোসেনের মেয়ে। নিহত শিশু দুটির পরিবারের সদস্যরা জানায়,রোববার বিকেল সাড়ে ৫ টার সময়, শিশু দুটি ছোট যমুনা নদীতে গোসল করতে নামে,এর পর তারা আর বাড়ীতে ফিরে আসেনি,পরে অনেক খোঁজা-খোঁজির পর, ওই দিন রাত ৮টায় নদীতে তাদের লাশ পাওয়া যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন