শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দুর্নীতিবাজ লুটেরাদের আশ্রয় রাজনৈতিক দলে নয়

তাদের ঠিকানা খালেদা জিয়ার সাথে জেলখানায়- হাসানুল হক ইনু

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ২:৩৩ পিএম | আপডেট : ২:৫২ পিএম, ৯ নভেম্বর, ২০১৯

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, র্দুর্নীতিবাজ লুটেরাদের আশ্রয় কোন রাজনৈতিক দলে নয় , তাদের ঠিকানা খালেদা জিয়ার সাথে জেল খানায়।শনিবার সকালে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মাগুরা জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল  জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি রাজনীতির চাটুকারী প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যখন সন্ত্রাস জঙ্গিবাদ উচ্ছেদের কার্যক্রম হাতে নেয়া হয় তখন জামাত বিএনপি সরকার উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হয়। সরকার বর্তমানে নতুন রাজনৈতিক  পর্বে পদার্পণ করেছে বলে উল্লেখ করে লুটেরা চাটুকার সন্ত্রাসীদের নির্মূলে শেখ হাসিনা কোন আপোষ করছেনা। সন্ত্রাসী, চাটুকারী উন্নয়নে বড় বাধা তা অনুধাবন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অপরাধ সিন্ডিকেট আর চলতে দেয়া যাবেনা। তাই তিনি আপোষ হীন ভাবে এ কাজ করে যাচ্ছেন। মাগুরা ঝেরা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেএী শীরিন আখতার, এড, রবিউল ইসলাম, ওবায়দুল ইসলাম,আব্দুল্লাহীল কাউস,নারী নেতু আফরোজা রীনা,আব্দূল আলিম সুজন, সফিউদ্দিন মোল্লা, জাহিদুল ইুসলাম প্রমুখ।জাসদ সভাপতি হাসানুল হক ইনু আরো বলেন,সন্ত্রাসী,অসত রাজনীতি,অপরাধ সিন্ডিকেট উন্নয়নে বড় বাধা। আর এর থেকে মুক্তি পেতে জাসদের সুশাসনের রাজনীতি সাথে জড়িত হওয়ার জন্য দেশবাশীর প্রতি আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Add
মজলুম জনতা ৯ নভেম্বর, ২০১৯, ৪:১৪ পিএম says : 0
আপনার কথা শুনতে মধুর লাগে।বাস্তব কথা। তবূ?? কিন্তু??
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ