শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজাপুরে ঘূর্ণিঝড় বুলবু‌লের তাণ্ডবে ব্যাপক ক্ষতি

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ৭:০৪ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ঘূর্ণিঝড় বুলবু‌লের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হ‌য়ে‌ছে।বৃস্পতিবার (৭ নভেম্বর) রাত থেকে অবিরাম বর্ষনের পর রোববার (১০ নভেম্বর) সকাল ৯ টা থেকে ঘূনিঝড় বুলবুল রাজাপুর উপজেলায় আঘাত হানতে শুরু করে। বুলবুল বেলা ১টা পর্যন্ত এই এলাকায় তান্ডব চালায় র‌বিবার সকা‌লে ঝড়ে গাছচাপা প‌রে অনেক ঘরবাড়ি ভেঙে গে‌‌ছে।রাজাপুর উপজেলার পিআইও মোঃ মামুনুর রশিদ এর প্রেরিত ক্ষয়ক্ষতি তথ্যে সূত্রে জানা গেছে --বসতবাড়ি ৫শ তিনটি , শিক্ষা প্রতিস্ঠান১ ৮ টি,লেট্রিন ৩ শ১৭ টি, কাচা পাকা সড়ক ৯৫ কিঃমিঃ, কৃষি / অকৃষি দেড়কোটী টাকার সম্পদ, খামার ১৫৩ টি, গাভি ওবাছুর ২ টি,প্রানী সম্পদ ৮২ টি, ৫৩০ টি গবাধি পশু, সব‌চে‌য়ে ক্ষ‌তিগ্রস্থ এলাকা বড়ইয়া ও মঠবাড়ি ইউনিয়ন শতা‌ধিক ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গে‌ছে। লন্ডভন্ড হয়ে গেছে রাজাপুরের বিষখালি নদী উপকূলীয় এলাকা। অাংশিক ক্ষ‌তিগ্রস্থ হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানও। বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লা‌বিত হ‌য়ে‌ছে। কাচা রাস্তাগুলো মারাত্মক ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে। উপজেলার ১১ হাজার ২ শত ৫০ হেক্টর জমিতে রোপা অামনের চাষ হলেও ২ হাজার ৬ শত হেক্টর জমির অামন ফসল ৭০ হেক্টর জমির রবি ফসলের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ঘূর্ণিঝড় বুলবু‌লের তাণ্ডবে অাক্রন্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব রিয়াজ উল্লাহ বাহাদুর।পল্লী বিদ্যুৎ অপিস সিদ্দিকুর রহমান জানান, উপজেলা বিভিন্ন দূর্গম এলাকা সহ গাছ পালা পড়ে ৮ টি খুটি ও তার ভেংগে ছুড়ে গেছে।লাইন সংস্কার করতে এক সপ্তাহ লাগবে শহর এলাকায় বিদ্যুৎ দেয়ার চেস্টা চলছে।৪৬০ টি মিটার ভেংগেছে।২৮০ টি স্পটে তাে বিচ্ছিন্নহয়েছে,। এদিকে ঝড়ের তান্ডবে বিদ্যুৎ বন্ধ থাকায় মোবাইল নেট ওয়ার্ক বন্ধ ছিল।
উপজেলার ৬টি ইউনিয়নের বিধ্বস্ত ঘরবাড়ি ব্যাপক ক্ষতি সহ ফসলের মারাত্মক ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে মানুষ। উপজেলার ৬ নং মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার জানান, এলাকায় কাচা ঘরবাড়ির ক্ষতি সবচেয়ে বেশি।এখানকার বেশিরভাগ ঘরবাড়িই হচ্ছে টিনের। আমার ইউনিয়নে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রাস্তাঘাটে গাছপালা পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। এলাকার মাছের ঘের গুলো সব ভেসে গেছে। বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহঅালম মন্টু বলেন, ইউনিয়নের হাজারেরও অধিক কাঁচা ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট বন্ধ হয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। মাছের ঘেরগুলোও ভেসে গেছে। তবে কোনো হতাহতের হাতাহতের খবর পাওয়া যায়নি।ঝড়ের তান্ডবে নিন্মাঞ্চল ৩/৪ ফুট পানিতে তলিয়ে গেছে। উপজেলার বেশ কয়েকটি আশ্রয় কে‌ন্দ্রে মানুষ অবস্থান করছে। জরুরী ভি‌ত্তি‌তে ত্রাণ সহায়তা একান্ত প্র‌য়োজন। ইতোমধ্যে ফায়ার সার্ভিস সদস্যরা রাস্তার-ঘাটে পড়ে থাকা গাছ অপসারণের কাজ শুরু করেছে।
রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার বলেন, উপজেলা এলাকার ২ হাজার ৬ শত হেক্টর জমির অামন ফসল, প্রায় ২ শতাধিক বাড়ি ঘর, ৯৫ কিলোমিটার রাস্তা, ১৬০ টি মাছের খামার সহজ গাছপালা, পানের বরজের ক্ষতি হয়েছে। এছাড়াও প্রায় ৫৫ হাজার সাধারণ মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ ভেঙে পড়ে কিছু এলাকায় সড়ক বিচ্ছিন্ন রয়েছে। গাছ সরিয়ে যাতায়াতের ব্যবস্থা হলেই উদ্ধার কাজ শুরু হয়েছে।বিঃদ্রঃ বিদ্যুত বিভ্রাটের কারনে সংবাদ প্রেরনে বিলম্ব হওয়ায় দঃখিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন