শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

মেছতা হলে করণীয়

ডা. একেএম মাহমুদুল হক খায়ের | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ১২:০৭ এএম

সৌন্দর্য-পিপাসুদের জন্য সুখবর হলোÑ মেছতা আজ আর কোন সমস্যা নয়। কসমেটিক সার্জারি ‘লেজার’ মাত্র কয়েক সেশন চিকিৎসায় সকল ধরনের মেছতা সফলভাবে নির্মূল করতে সক্ষম।

মেছতা কি : মেছতা হলোÑ মুখ ও ঘাড় তথা সূর্যরশ্মির স্পর্শ-জনিত ত্বকে কালো কালো দাগের ছোপ।
মেছতার ধরন :
(১) ক্লিনিক্যাল : * সেন্ট্রো-ফ্যাসিয়াল * ম্যালার * ম্যানডিবিওলার
(২) হিসটোলজিক্যাল : * এপিডারমাল * ডারমাল * মিক্সড ।
(৩) কারণভিত্তিক : * মেছতা ইডিওপ্যাথিকাÑ কারণ জানা নেই।
* মেছতা জেনেটিকাÑ উত্তরাধিকার সূত্রে হয়।
* মেছতা একটিনিকাÑ অতিবেগুনী সূর্যরশ্মির জন্য হয়।
* মেছতা কসমেটিকাÑ বিশেষ কসমেটিক ব্যবহারে হয়।
* মেছতা কন্ট্রাসেপটিভাÑ জন্মনিয়ন্ত্রণের বড়ি সেবনে হয়।
* মেছতা গ্রেভিডেরাশÑ গর্ভবতী মহিলাদের হয়।
* মেছতা মনোপজালÑ মহিলাদের মেনোপজ অবস্থায় হয়।
* মেছতা এন্ডোক্রাইনো প্যাথিকাÑ থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতায় দেখা দেয়।
* মেছতা আয়াট্রোজেনেটিকাÑ বিশেষ কিছু ওষুধ সেবনে দেখা দেয়।
* মেছতা হেপাটিকাÑ লিভারের ক্রণিক রোগে হয়।
* মেছতা ইমিউনোলজিক্যালÑ দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমলে হয়।
সর্বাধুনিক কসমেটিক সার্জারি : লেজার, এটি বর্তমাণ বিশ্বের সর্বাধুনিক কসমেটিক সার্জারি। যেটি তার নিজস্ব আলোকরশ্মির মাধ্যমে কোন পার্শ্বক্রিয়া ছাড়াই মাত্র কয়েক সেশন চিকিৎসায় সব ধরনের মেছতা স্থায়ীভাবে নির্মূল করতে সক্ষম।
উপসংহার : লেজার আজকের আধুনিক কসমেটিক জগতে এক নব-জাগরণ সৃষ্টি করেছে। যেন শ্লিপীর তুলির আঁচড়ে এক অ™ু¢ত কারূকার্য।

ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৬৮৮৮৪৯৪৬০।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন