শাবি সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতি’র ২০১৬ কার্যকরী সংসদের নির্বাচন আজ (সোমবার) অনুষ্ঠিত হবে। বিশ^বিদ্যালয়ের ক্লাবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ, আওয়ামী-বামপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ নামে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে।
নির্বাচনে ৪৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান নির্বাচন কমিশনার ড. মো. তাজউদ্দিন। এছাড়া নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন ড. শহীদুল ইসলাম, ড. আব্দুল হান্নান এবং ড. মাহবুবুর রশিদ।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে তিন প্যানেলের মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন