শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

অপরিকল্পিত ভবন নয়

| প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

পুরান ঢাকায় রাজউকের অনুমোদন ছাড়াই অপরিকল্পিত শত শত বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। রাজউকের ভবন ইন্সপেক্টররা বিষয়টি অবগত থাকলেও নীরব। অনেক ভবনের গুণগত মান এতই খারাপ, যা ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ। অনেক বাড়ি বা বারান্দা রাস্তা ও গলিতে এসে পড়েছে। বিদ্যুৎ, টেলিফোনের খুঁটি, ডিশ বা ইন্টারনেটের লাইনের জন্যও বিপজ্জনক। আশা করি, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর এসব ভবনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন জনস্বার্থেই।
মাহবুবউদ্দিন চৌধুরী
ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন