পাবনার চাটমোহরে পুকুর থেকে সোহাগ হোসেন (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের চকউথূলী গ্রামের শওকত আলীর পুত্র এবং নির্মাণ শ্রমিকের কাজ করে জীবন-জীবিকা নির্বাহ করতেন। স্বজনদের উদ্ধৃতি দিয়ে স্থানীয়রা জানান, তাঁর পিতা-মাতার মধ্যে বিচ্ছেদের পর চকউথূলী গ্রামে নানাবাড়ি থাকতেন সোহাগ। গত ৪-৫ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্বজনরা ধারণা করছিলেন, নির্মাণ কাজে হয়তো দূরে কোথাও গেছে। শুক্রবার সকালে অমৃতকুন্ডার একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে পুলিশ সোহাগের অর্ধগলিত লাশ উদ্ধার করে সুরতহালশেষে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের ধারণা সোহাগকে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি শেখ নাসীর উদ্দিন জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যাকান্ড হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন