শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরের ১৮ রুটে পরিবহন কর্মবিরতি যাত্রী ভোগান্তি

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 

সড়ক আইন ২০১৮ সংশোধনসহ ১০ দফা দাবিতে যশোরের পরিবহন শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতি শুরু করেছে। যার কারণে যশোরের ১৮ রুটে কোন পরিবহন চলছে না। এতে যাত্রী সাধারণ পড়েছেন ভোগান্তির মধ্যে।

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ জানান, গত ১৪ নভেম্বর যশোরে অনুষ্ঠিত সমাবেশ থেকে সড়ক আইন ২০১৮ সংশোধনসহ ১০ দফা দাবি করা হয়। এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ না করায় রোববার সকাল থেকে যশোর কেন্দ্রিক ১৮ রুটের শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতি শুরু করেছে।

যশোর কেন্দ্রীয় পুরাতন বাস টার্মিনালে নয়ন নামে এক যাত্রী বলেন, ঢাকা যাওয়ার জন্য বাঘারপাড়ার ছাতিয়ানতলা থেকে যশোরে এসে শুনি বাস চলছে না। অসুস্থ স্ত্রীকে নিয়ে ঢাকায় চিকিৎসার জন্য যেতে চাইলেও এখন আর যেতে পারছিনে।

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও খুলনা বিভাগীয় শ্রমিক ফেডারশনের যুগ্ম সম্পাদক মোর্তজা হোসেন পরিবহন শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবহন শ্রমিকদের স্বেচ্ছায় এ কর্মরিবতি অনির্দিষ্টকালের জন্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন