বরিশালের অভ্যন্তরীণ আট রুটের বাস চলাচল বন্ধ রেখেছেন চালক-হেলপার শ্রমিক নেতারা। ফলে ভোগান্তিতে পরেছেন এলাকার জনসাধারণ। আজ সকাল ১১টা থেকে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদ থেকে এ বাস চলাচল বন্ধ রাখেন তারা।
বাস চলাচল বন্ধ থাকায় বরিশাল থেকে জেলার বিভিন্ন এলাকায় চলাচলরত যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। ফলে তাদের বাড়তি ভাড়া দিয়ে অটোরিকশা, সিএনজি অথবা মোটরসাইকেলে করে যাতায়াত করতে হচ্ছে।
শ্রমিকরা বলেছেন, তাদের পক্ষে নতুন সড়ক আইনের জরিমানা দেওয়া সম্ভব না। তাই তারা বাস চলাচল বন্ধ রেখেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন