শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আনজুমানের প্রতিদিনের ইফতারে হাজারো মুসল্লি

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ার আয়োজনে প্রতিদিনের ইফতারে অংশ নেন হাজারো মুসল্লি। মহান রাব্বুল আলামীনের পক্ষ থেকে মাহে রমজান বিশেষ রহমত। আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায়, গাউসিয়া কমিটি বাংলাদেশ ও পীরভাইদের সহযোগিতায় পয়লা রমজান থেকে শুরু করে ৩০ রমজান পর্যন্ত রোজাদাদের জন্য প্রতিদিন ইফতারির আয়োজন করা হয়েছে।
আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মাসব্যাপী এ ইফতারে যোগ দিতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শত শত রোজাদার। সমগ্র খানকা শরীফ কানায় কানায় পূর্ণ হয়ে বাইরের রাস্তা পর্যন্ত রোজাদারদের দখলে চলে আসে। বাদ আসর থেকে খতমে গাউসিয়া শরীফ, মিলাদ শরীফ ছাড়াও চলে মাহে রমজানের তাৎপর্য এবং মাসয়ালা মাসায়েলভিত্তিক আলোচনা, যা দাওয়াতে খাইর নামে পরিচিত। তিনি বলেন, মাদ্রাসা বন্ধ থাকা সত্ত্বেও প্রতিদিন হাজারেরও বেশি রোজাদারের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে জামেয়া এলাকা। তিনি আরো বলেন, আনজুমান ট্রাস্ট এ ব্যয়বহুল আয়োজনের আঞ্জাম দিলেও অনেক রোজাদার ও পীর ভাই-বোনেরা এখানে সওয়াবের নিয়তে ইফতার সামগ্রী পাঠিয়ে থাকেন। ছোট শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর মুসলমানের এ মিলনমেলায় ইফতারের সময় যেন জান্নাতি পরিবেশ নেমে আসে। ধনী-গবির মিলে একসাথে ইফতার সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনুপম নিদর্শন। আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিনসহ অন্যান্য কেবিনেট নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের কর্মকর্তাসহ পীর ভাইয়েরা এতে অংশগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন