শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অবশেষে বরিশালে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

নতুন বরাদ্দ না এলে আজই শেষ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৯, ১২:২৩ এএম

 

বরিশাল মহানগরীতে প্রথমবারের মত ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থা (টিসিবি)। তবে মাত্র ১০ টন পেঁয়াজ বরাদ্দ করায় আজই তা শেষ হয়ে যাবে। নতুন করে সরবরাহ না করলে আগামীকাল থেকে নগরীতে আর কোন পেঁয়াজ বিক্রি করতে পারবে না টিসিবি।
গতকাল ভোরে সড়ক পথে ১০ টন পেঁয়াজ বরিশালে পৌঁছার পরে ৫টি ট্রাকে ১ টন করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্রি কার্যক্রম শুরু হয়। দিনভরই প্রতিটি ট্রাকের পেছনে অগনিত নারী-পুরুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে এক কেজি পেঁয়াজ কিনতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেছেন।
তবে আজ এ ১০ টন পেঁয়াজ বিক্রি শেষ হয়ে যাওয়ায় নতুন করে আবার কবে আসবে, তা বলতে পারেনি টিসিবির বরিশাল ডিপোর দায়িত্বশীল কর্মকর্তা। এমনকি বিভাগের প্রতিটি জেলা ও উপজেলাগুলোতেও টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরুর দাবি থাকলেও এ ব্যাপারে কোন কিছু বলতে পারেনি সংস্থাটির ওই কর্মকর্তা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন